যে পাখির ডানা নেইজীব সৃষ্টির ইতিহাস থেকে বর্তমান, প্রকৃতির 'ধাঁধাগুলো'র মধ্যে অন্যতম একটি হল ডানাহীন পাখি, এমন এক পাখি যার ডানা নেই! প্রায় ১৫০ বছর ধরে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার পর ধাঁধা উদ্ধার করেছেন গবেষকরা।বিজ্ঞানীদের গবেষণায় উঠে এসেছে আশ্চর্য এক তথ্য। ৬ কোটি বছর আগে এমন এক পাখি পৃথিবীতে ছিল, যারা উড়তে পারত, সেই পাখির জাত থেকেই জন্ম ডানাহীন পাখির। শুনলে অবাকই লাগে, আগে উড়তে পারত, অথচ এখন পারেনা। বিজ্ঞানীরা বলছেন, আগে উড়তে পারে এমন পাখির সমস্ত গুণাবলী এই পাখির মধ্যে থাকলেও বিবর্তিত হতে হতে এই জীব এখন স্তন্যপায়ী প্রাণীতে রূপান্তরিত হয়েছে। বিজ্ঞানীরা এও বলছেন, কিউই (নিউজিল্যাণ্ডেরদুর্বল ডানাযুক্ত পাখি) এবং হাতি পাখি (ম্যাডাগ্যাস্কার বিলুপ্ত এক প্রজাতি) এই দুইয়ের এক সমন্বয়ই হল ডানাহীন পাখি। ১৯৯০ সালের এক গবেষণাতেও এই পাখিকে বলা হয়েছিল, এরা আসলে কিউই প্রজাতির 'আত্মীয়'।
বিষ্ময়কর এক পাখি যার জীবনধারণ সবপাখি থেকে আলাদা। এই পাখিটির নামহচ্ছে হোমা।হোমা পাখি রেসিং হোমা নামে পরিচিত।এটি একটি বিদেশি পাখি।হোমা পাখি বংশনুক্রমে সাউথ-ইস্ট এশিয়ার।হোমা পাখির ডিম থেকে বাচ্চা ফোটানোরপদ্ধতি একটু ভিন্ন। এরা অনেক সময়ডিমে তা দিয়ে বাচ্চা ফোটায় তবে এরা বেশির ভাগসময় অনেক উচু থেকে ডিমফেলে দিয়ে বাচ্চা ফোটায়। হোমা পাখির এই উচুথেকে ডিম ফেলে দিয়ে বাচ্চা ফোটানোরপদ্ধতিটা আশ্চার্যজনক। এরা উচু থেকে ডিমফেলে দেয় বাচ্চা নষ্ট করার জন্য নয়। এরা অনেকউচুতে গিয়ে উড়ন্ত অবস্থায় ডিম ফেলে দেয়এবং সেই ডিম মাটিতে পড়ার আগেই বাচ্চা ডিমথেকে বের হয়ে উড়ে আবার তার মারকাছে ফিরে যায়।হোমা পাখি সাধারণত বিভিন্ন পাখির সাথে লড়াইয়ের কাজে ব্যবহার করা হয়। হোমা পাখির ডিমের কুসুম এবং খোলা মাটির উর্বরতা বৃদ্ধি করে।বাজারে হোমা পাখি কিনতে পাওয়া যায় কিন্তু দামঅনেক বেশি, প্রতি জোড়া হোমা পাখির দাম ৩০০০টাকা থেকে ৫০০০ টাকা তবে সাদা রঙেরহোমা পাখির দাম আরো বেশি। হোমা পাখির অনেক দাম হওয়ার কারণ হচ্ছে এর সৌন্দর্যতা।
Comments
Post a Comment